বীরগঞ্জের অর্জুনাহারে ৫ কোটি টাকার ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার
বীরগঞ্জের অর্জুনাহারে ৫ কোটি টাকার ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার
আনুমানিক ৫কোটি টাকা মূল্যের ২৫ মন ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে পুলিশ । দিনাজপুরের বীরগঞ্জ থানার অর্জুনহার গ্রামের একটি বাড়ি মাটির নিচ থেকে মুর্তিটি উদ্ধার করে। ৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০টার দিকে একটি বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার করা হয় ।
ধারনা করা হচ্ছে মুর্তিটি ৭০০-৮০০ বছরের পুরনো, মুর্তিটি শত ভাগ নিখাদ কষ্টি পাথরের তৈরি ।
সেই অজ্ঞাত ব্যাক্তি মূর্তিটি কোথা থেকে পেয়েছে সেটি এখনো জানা যায়নি তবে তিন মুর্তিটি বিক্রির জন্যে চেষ্টা করে তার বাসায় রাত ২-৩টার সময় মানুষ আসত সেটি কেনার জন্য দরদামে না মিলার কারনে বিক্রি করা হয় না। এভাবে কয়েকবার লোক আসায় মানুষ জানাজানি হয় । পুলিশকে খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করার জন্য অভিযান চালায়। অবশেষে এলাকাবাসী সহায়তায় পুলিশ মূর্তিটি উদ্ধার করে। লুকোমুখে জানা যায় মূর্তিটির দাম উঠেছিল ১ কোটি ৬০ লাখ টাকা কিন্তু সেই অজ্ঞাত ব্যক্তি তার দাম ২ কোটি চেয়েছিল।
No comments